বীরবলের মজার গল্প :


প্রথম গল্প : বীরবলের চোর ধরা 
দ্বিতীয় গল্প : অর্ধেক ভাগ 
তৃতীয় গল্প : বীরবলের বিচার 
চতুর্থ গল্প : কথা মতো কাজ
পঞ্চম গল্প : দুটো কাক
ষষ্ঠ গল্প : পাকা হিসাব
সপ্তম গল্প : মুক্ত দান


Tag : 
Birbal er sath ti mojar golpo : Golpo Dhara
Birbal er chor dhora
Golpodhara


(২)
অর্ধেক ভাগ 

বীরবল একদিন বাদশার প্রাসাদে যেতে চাইলেন , কিন্তু দারোয়ান তাকে বাধা দিল।  দারোয়ান বলল "এখন ভিতরে যাওয়ার হুকুম নেই।  "

বীরবল বললেন - " এখন আমাকে যেতে দাও। তাহলে আমি যা বকশিস পাবো তার অর্ধেক ভাগ তোমাকে দেব। "

শুনে দারোয়ান খুশি হলো।  বীরবল কে যেতে দিল। 
বীরবল ভিতরে ঢুকলেন।  অন্দরমহলের দারোয়ান আবার তাকে বাধা দিল। এখনও দারোয়ান বলল "এখন ভিতরে যাওয়ার হুকুম নেই।  "

বীরবল তাকেও বললেন - "  যেতে দাও। তাহলে আমি আজ যা বকশিস পাবো তার অর্ধেক ভাগ তোমাকে দেব। "

দারোয়ান খুশি হয়ে দরজা ছেড়ে দিল।  

বীরবল ভিতরে গিয়ে বাদশাকে একটা কবিতা শোনালেন।  আকবর বাদশা বীরবলকে অনেক টাকা বকশিস দিতে চাইলেন।  

বীরবল বললেন - " হুজুর , আজ আমাকে একশো  ঘা বেত মারার হুকুম দিন। এটাই হবে আজ আমার বকশিস। "

আকবর বাদশা  একশো  ঘা বেত মারার হুকুম দিলেন।  

কোতোয়াল বীরবলকে বেত মারতে গেলো।  তখন বীরবল বললেন - "দাড়াও , আজ আমার বকশিস এর অংশীদার রয়েছে।  বলে সের দুইজন দারোয়ান কে আনলেন। তারপর বললেন - "এই দুইজন দারোয়ান কে পঞ্চাশ ঘা করে বেত মারো। বকশিস এর অর্ধেক ভাগ।  

Birbaler golpo : ardhek vag (bangla) : Golpo Dhara
Banglai Birboler golpo 
Birboler katha , Bengali
golpodhara


(৩)
বীরবলের বিচার 

আকবর বাদশার রাজ্যে দুজন পালোয়ান ছিল।  একদিন দুজনে বাজি ধরে কুস্তি শুরু করল।  বাজির শর্ত হলো যে জিতবে সে , যে হারবে তার শরীর থেকে এক কেজি মাংস কেটে নেবে। 

অনেক্ষন ধরে দুজনের কুস্তি হল।  যাকে বলে তুমুল লড়াই।  শেষে একজন হারল।  যে হারল সে বলল - " আমার পিঠে থেকে এক কেজি মাংস কেটে নাও।  "

যে জিতল সে বলল - " বাজির শর্ত ছিল যেখানে থেকে খুশি মাংস কেটে নেয়া যাবে। আমি তোমার বুকের মাংস কেটে নেব। " 

পরাজিত পালোয়ান বুকের মাংস দিতে রাজি হলো না। তখন দুজনের মধ্যে গোলমাল বাধলো। সুবিচারের আশায় তারা বাদশার কাছে গেলো। বাদশা বীরবলের উপর বিচারের ভার দিলেন। 

বীরবল সব ঘটনা শুনলেন। তারপর যে জিতেছে তাকে বললেন - " তুমি যেখান থেকে মাংস কেটে নিতে পারো।  তবে তুমি শুধু মাংসই নিতে পারবে।  এক ফোটা রক্ত বের হয়ে গেলে তোমাকে শুলে বসানো হবে।  এবার তুমি মাংস কাটতে পারো। "

বিজয়ী পালোয়ান দেখলো , মাংস কাটা বড়ো বিপদ।  সে তখন দরবার থেকে চুপচাপ বেরিয়ে গেলো। 


Tag:
Chotoder Birboler mojar golpo 
Birboler bichar golpo dhara
Golpodhara



(৪)
কথা মতো কাজ 

এক ভদ্রলোক দোতালার ঘরে বসে আছেন।  তিনি তার চাকরকে ডেকে বললেন - "ঘর গুলো ভালো করে ঝাড়ু দিয়ে দাও।  তারপর নোংরা গুলো নিচে ফেলে দাও। তবে নিচে ফেলার সময় ভালো করে লোকজন দেখে ফেলো।  "

চাকর টি ঘর গুলি ভালো করা ঝাড়ু দিলো। নোংরা গুলো বালতিতে পুড়লো।  তারপর রাস্তার দিকে তাকিয়ে অপেক্ষা করতে থাকলো। 

এক সময় দেখলো একজন লোক পরিষ্কার জামা কাপড় পরে আসছে।  পরিষ্কার জামা কাপড় পড়া লোকটার মাথায় নোংরা গুলো ফেলে দিল। 

ভদ্রলোক সঙ্গে সঙ্গে গালাগালি করতে লাগলেন। তখন গোলমাল বেঁধে গেলো। বাড়ির মালিক নিচে নেমে এলেন। সব শুনে তিনি চাকরকে মারতে গেলেন। 

চাকর তখন জোড়হাত করে বলল - "হুজুর , আমার কোনো দোষ নেই।  আপনিই তো আমাকে বলেছেন , ভালো করে লোকজন দেখে নোংরা ফেলবি।  আমি তো তাই করেছি। এতে আমার দোষ কোথায় ? "

মালিক তখন তার ভুল বুজতে পারলো। 


(৫)
দুটো কাক 

একজন লোক শুনেছিলো দুটো কাক একসঙ্গে দেখা খুব মঙ্গল। 

ওই লোকটা তার চাকর দের বললো যে কোথাও দুটো কাক একসঙ্গে দেখলেই আমাকে ডাকবি। 

একদিন একজন চাকর দেখল বাগানে গাছের ডালে দুটো কাক বসে আছে। সে ছুটে গিয়ে মনিবকে বলল - "হুজুর , গাছের ডালে একসঙ্গে জোড়া কাক বসে আছে।  "

মনিব ছুটতে ছুটতে এলেন।  কিন্তু এর মধ্যে একটা কাক উড়ে গেলো।  মনিব এসে দেখলেন একটা কাক বসে আছে।  একটা কাক দেখে তিনি ভয়ানক রেগে  চোটে গেলেন।  

মনিব ওই চাকর কে বকাবকি করলেন।  তারপর বেদম মার্-ধর করলেন। 

ঠিক ওই সময়ে একজন লোক মনিবের কাছে এল।  সে মনিবকে অনেক ভালো ভালো উপহার দিয়ে গেলো। 

তখন চাকরটা হাত জোড় করে বলল - "হুজুর ওই প্রবাদটা বোধ হয় একটু ভুল আছে।  দুটো কাক দেখার চেয়ে একটা কাক দেখায় মঙ্গল। "

মনিব জিজ্ঞেস করলেন - কেন ?

চাকর বলল - "হুজুর , সকালে আমি দুটো কাক দেখলাম। তাতে আমার ভাগ্যে মার্ আর অপমান জুটল। আর আপনি একটি কাক দেখলেন কিন্তু কত  পেলেন। "

মনিব ভেবে অবাকই হলেন। 


Tag:
Sishuder Birboler golpo
Duto kak 
Golpodhara
Golpo Dhara






Previous Post Next Post