মাধ্যমিক পরীক্ষা: জেনে নিন ২০১৫ সাল থেকে কারা প্রথম স্থান পেয়েছে

প্রতি বছর পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ (West Bengal Board of Secondary Education ) একটি নিদিষ্ট সময়ে ১০ম শ্রেণী মানের মাধ্যমিক পরীক্ষা সারা পশ্চিমবঙ্গ ব্যাপী নিয়ে থাকেন।

আরও পড়ুন :

উত্তরবঙ্গের কালীপুজোর জনশ্রুতি

বাংলার উৎসব কোচবিহারের রাস মেলা 

প্রতি বছরই দশ লাখের বেশি ছাত্র ছাত্রী এই পরীক্ষায় অংশ গ্রহন করে। এবারের অর্থাৎ ২০২৩ সালে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ২৩শে ফেব্রুয়ারী বৃহস্পতিবার। পরীক্ষা শুরু হবে সকাল ১১.৪৫ থেকে চলবে বিকেল ৩ টে পর্যন্ত। পরীক্ষা এবারে আগামী ৪ঠা মার্চ ২০২৩ শেষ হবে।

মাধ্যমিক পরীক্ষা 


১। প্রথম ভাষা: বাংলা, ইংরাজি, গুজরাটি, হিন্দি, আধুনিক তীব্বতীয়, নেপালি, ওড়িয়া, গুরুমুখী(পাঞ্জাব), তেলুগু, তামিল, উর্দু এবং সাঁওতালি

২। দ্বিতীয় ভাষা: ইংরাজি (যদি ইংরাজি ছাড়া অন্য কোনো ভাষা প্রথম ভাষা হয়), বাংলা বা নেপালি (যদি ইংরাজি প্রথম ভাষা হয়)


সহজ কৌশলে এবারের মাধ্যমিকে বাজিমাত


মাধ্যমিক পরীক্ষার রুটিন ২০২৩

ফেব্রুয়ারী ২৩, ২০২৩ - প্রথম ভাষা
ফেব্রুয়ারী ২৪, ২০২৩ - দ্বিতীয় ভাষা
ফেব্রুয়ারী ২৫, ২০২৩ - ভূগোল
ফেব্রুয়ারী ২৭, ২০২৩ - ইতিহাস
ফেব্রুয়ারী ২৮, ২০২৩ - জীবন বিজ্ঞান
         মার্চ ০২, ২০২৩ - অংক
         মার্চ ০৩, ২০২৩ - ভৌত বিজ্ঞান
         মার্চ ০৪, ২০২৩ - ঐচ্ছিক বিষয়

মাধ্যমিকে পাশ করার জন্য কত মার্কস দরকার :

সম্পূর্ণ মার্কস - ৮০০
পাস মার্কস - ২৭০ বা তার বেশি
প্রথম ডিভিশন - ৪৮০ বা তার বেশি
দ্বিতীয় ডিভিশন - ৩৬০ বা তার বেশি
তৃতীয় ডিভিশন - ২৭২ বা তার বেশি

মাধ্যমিকের রেজাল্ট নিম্ন লিখিত সাইট গুলি থেকে সহজেই পাওয়া যাবে 

1. https://wbbse.wb.gov.in

2. https://wbresults.nic.in/

3. https://www.exametc.com/

4. https://abpananda.abplive.in/

5. https://www.anandabazar.com/

6. http://indiaresult.com/default.asp

7. https://www.results.shiksha/

8. http://www.schools9.com/

9. https://jagranjosh.com/amp/home

10. https://www.vidyavision.com/

11. https://bengali.news18.com/amp/

12. https://www.fastresult.in/


পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ (West Bengal Board of Secondary Education )

পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ ১৯৫০ সালে পশ্চিমবঙ্গ সেকেন্ডারি এডুকেশন আইনের বলে তৈরি হয়েছিল।  ১২৭০ টি হাই স্কুল কে যুক্ত করে ১৯৫১ সাল থেকে এই পর্ষদ তার কাজ শুরু করে। শে সময় এই বোর্ড এর আওতায় ৪২০০০ পরীক্ষাথ্রী পরীক্ষা দিয়েছিল, ২০১৯ সালে এই পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্র ছাত্রীর সংখ্যা ১০৬৬০০০।


মাধ্যমিকে ভালো নাম্বার কি ভাবে পাবে?

কালিম্পঙ এর নিরালায় কাগে অন্য স্পট Offbeat Explorer Kaghey at Kalimpong

এই যুগে মহাপুরুষ মনীষীদের কিছু দরকারী বাণী এবং কেন প্রয়োজন |

  • ক্লাস বই গুলো ভালো করে পড়তে হবে এবং Tution Teacher এর থেকে ভালো করে নোট তৈরী করতে হবে।

  • টেস্ট পেপার এ নিয়মিতই নিজেকে যাচাই কর।

  • মাধ্যমিক টেস্ট পরীক্ষার আগে সকল সিলেবাস শেষ করে দেওয়ার চেষ্টা করবে।

  • বিভিন্ন Mock Test দিয়ে Preparation নিতে পারো

  • হাতের লেখা ভালো করার চেষ্টা করো |লেখা ভালো দেখতে হলে শিক্ষকের তোমার প্রতি একটি ভালধারণা তৈরী হবে কমপক্ষে পরীক্ষার আগে তোমার পাঠ্য বই টি ৩ বার Revise দিয়ে নিতে হবে।
  • বানান ভুল কম করার চেষ্টা করতে হবে।
  • দিনের কোন সময় যে কোন বিষয় পড়বে বা সপ্তাহের কোন দিন কি পড়বে তার একটি তালিকা তৈরি কর।
  • টেস্ট পেপারের যে কোনও একটা প্রশ্নপত্র খুলে এক দিন সময় ধরে পরীক্ষা দাও। তার পর নিজেই বই খুলে যাচাই করে নিজেকে নম্বর দাও।

মাধ্যমিকের এডমিট কার্ড ও রেজিস্ট্রেশন কার্ড:


যারা এবারের পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের অবশই রেজিস্ট্রেশন কার্ড ও এডমিট কার্ড স্কুল থেকে ১০ দিন আগে সংগ্রহ করে স্বযত্নে রাখতে হবে। রেজিস্ট্রেশন কার্ড ও এডমিট কার্ড পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ থেকে দেয়া হবে যেখানে রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর পাওয়া যাবে। মাধ্যমিক এডমিট কার্ডে রোল নম্বর, নাম, পিতা/মাতার নাম, জন্ম তারিখ, এক্সাম সেন্টার এবং কি কি বিষয় পরীক্ষা নেয়া হবে সেখানে উল্লেখ থাকবে।

পরীক্ষা হলে প্রবেশের আগে কি কি প্রস্তুতি নেবে?


পরীক্ষা হলে প্রবেশের আগের দিন কোনও নতুন পড়া মুকুস্থ করা বা বেশি চাপ দিয়ে নতুন কোনও বিষয় পড়া উচিত নয়। গোটা টেক্সট বই টা একবার চোখ বুলিয়ে রাখতে হবে, যা গোটা বছর ধরে পড়া হয়েছে। বেশি রাত পর্যন্ত পড়া যাবে না এবং চিন্তা মুক্ত হয়ে ঘুমাতে হবে।

যদি বাড়ি থেকে পরীক্ষা হলের দূরত্ব বেশি হয় তবে গাড়ি বা যান বাহন আগে থেকে বলে রাখতে হবে যাতে পরীক্ষার দিন অযথা দেরি না হয় বা টেনশন না থাকে।

পরীক্ষার জন্য অন্তত দুটির বেশি পেন, পেন্সিল, স্কেল, পরীক্ষার বোর্ড ইত্যাদি আগে থেকে ব্যাগ ভর্তি করে রাখতে হবে। সঙ্গে জলের বোতল ও পরিমান মত জল ও রুমাল রাখতে হবে। এডমিট কার্ড নিতে অবশ্যই ভুলবে না। পরীক্ষা হলের উদ্দেশে বেরোনোর সময় ব্যাগ ভালো করে চেক করতে হবে যাতে সামগ্রী গুলো যথাস্থানে পাওয়া যায়।

পরীক্ষার দিন বা তার আগের কদিন কোনও রিচ খাবার না খাওয়াই ভালো, কারণ শরীর সুস্থ রাখতে হবে। পরীক্ষা হলে অন্ততঃ আধ ঘন্টা আগে যেতে হবে এবং কোন ঘরে ও কোন বেঞ্চে বসে পরীক্ষা দিতে হবে সেটা দেখে নিতে হবে এবং সঠিক জায়গায় পরীক্ষা শুরুর অন্তত ১৫ থেকে ২০ মিনিট আগে বসে থাকতে হবে।

পরীক্ষা হলে খাতা দিলে নাম, রোল নম্বর, কোন বিষয় পরীক্ষা, তারিখ ইত্যাদি সঠিক ভাবে লিখে আসতে হবে এডমিট কার্ডের সঙ্গে মিল রেখে। ১৫ মিনিট সময় পাওয়া যাবে প্রশ্নপত্র পড়ার জন্য। এর পর নিজের লেখা শুরু করতে হবে। কোন প্রশ্ন আগে উত্তর লিখবে ও কোনটা পরে তার চট করে পরিকল্পনা করে নিতে হবে। সমস্ত প্রশ্নের উত্তর করে আসতে হবে। 

জেলা ও স্কুল অনুযায়ী ২০১৫ সাল থেকে কারা প্রথম হয়েছে।

তাজমহলের ইতিহাস তার সন্দর্য 

2015 : বাঁকুড়া, বাঁকুড়া জিলা স্কুল , সুরজিৎ লোহার (684)

2016 : কোচবিহার, মাথাভাঙ্গা হাই স্কুল , সৌভিক বর্মন (683)

2017 : বাঁকুড়া , বাঁকুড়া ভিভেকানান্দ সিখ্যাতন , অন্নেষা পীনে (690)

2018 : কোচবিহার , কোচবিহার সুনীতি একাডেমি , , সঞ্জীবনী দেবনাথ (689)

2019 : পূর্ব মেদিনীপুর , মহাম্মদপুর দেশপ্রিয় বিদ্যাপীঠ , , সৌগত দাস (694) 

2020 : পূর্ব বর্ধমান, মেমারি বিদ্যাসাগর মেমোরিয়াল স্কুল , অরিত্র পাল (694)

2021 : কোভিড এর জন্য ২০২১ সালে কোনও পরীক্ষা হয় নি।

2022 : পূর্ব বর্ধমান , CMS স্কুল, রৌনক মন্ডল (693) এবং বাঁকুড়া , রামহরিপুর রামকৃষ্ণ মিশন হাই স্কুল, অর্ণব ঘরাই , (693)।

2023 : পূর্ব বর্ধমান , দেবদত্তা মাঝি (৬৯৭) (৯৯.৫৭%), কাটোয়া দুর্গাদাসী চৌধুরানী গার্লস হাইস্কুল।

2024 : কোচবিহার, চন্দ্রচুর সেন, রামভোলা হাই স্কুল ( ৬৯৩ ) (৯৯%)

নতুন চমক - কেদারনাথে সোনায় বাধানো গর্ভগৃহ

শিলিগুড়ির কাছে টুকরিয়া পর্যটনের নতুন দিশা

মা কালির বিভিন্ন রূপভেদ

Madhyamik District Wise Result 2023

FAQ (Frequent Asked Question)


Q. 1. 2022 সালে কোন স্কুল থেকে প্রথম হয়েছিল?

Ans: 2022 সালে CMS স্কুল, পূর্ব বর্ধমান ও রামহরিপুর রামকৃষ্ণ মিশন হাই স্কুল, বাঁকুড়া থেকে প্রথম হয়েছিল।


Q. 2. 2023 সালে কোন মাসে মাধ্যমিক শুরু হবে?

Ans: 2023 সালে 23 শে ফেব্রুয়ারী মাধ্যমিক শুরু হবে।


Q. 3. কত সালে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ তৈরি হয়?

Ans: 1950 সালে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ তৈরি হয়।


Q. 4. মাধ্যমিকের এডমিট কার্ডে ভালোভাবে কি কি দেখে নিতে হবে?

Ans: মাধ্যমিকের এডমিট কার্ডে রোল নম্বর, নাম, পিতা/মাতার নাম, জন্ম তারিখ, এক্সাম সেন্টার এবং কি কি বিষয় পরীক্ষা নেয়া হবে সেখানে উল্লেখ থাকবে সেটা দেখে নিতে হবে।

Q. 5. পশ্চিমবঙ্গ এর শেষ মাধ্যমিক পরীক্ষায় কত নম্বর উঠেছিল? (Last scored marks in Madhyamik exam WB)

পশ্চিমবঙ্গ এর শেষ মাধ্যমিক পরীক্ষায় পূর্ব বর্ধমান , CMS স্কুল থেকে রৌনক মন্ডল 693 এবং বাঁকুড়া  রামহরিপুর রামকৃষ্ণ মিশন হাই স্কুল থেকে অর্ণব ঘরাই , 693 নম্বর পেয়েছে। Last scored marks in Madhyamik exam in 2022 is 693 out of 700 by two students namely Arnab Gharai from Bankura and Rounak Mondal from West Burdwan respectively. 

#Tags English

Madhyamik topper 2024

Madhyamik top position district 2024

Topper in madhyamik from 2015

Madhyamik all suggestion 2023

Madhyamik all suggestion pdf 2023

Madhyamik all suggestion free pdf 2023

Bengali madhyamik free pdf suggestion 2023

Geography madhyamik free pdf suggestion 2023

History madhyamik free pdf suggestion 2023

Life science madhyamik free pdf suggestion 2023

Madhyamik all in one suggestion free pdf 2023.

Target for madhyamik suggestion 2023

Madhyamik admit card 2023

Madhyamik blog

Blog for madhyamik pariksha

Madhyamik blogspot

Last scored marks in Madhyamik exam


#Tags Banglai

মাধ্যমিক টপার 2015 থেকে 

মাধ্যমিক এর সব সাজেশন 2023

মাধ্যমিক অল সাজেশন পিডিএফ 2023

মাধ্যমিক অল সাজেশন ফ্রি পিডিএফ 2023

বাঙ্গালা মাধ্যমিক ফ্রি পিডিএফ সাজেশন 2023

ভূগোল মাধ্যমিক ফ্রি পিডিএফ সাজেশন 2023

ইতিহাস মাধ্যমিক ফ্রি পিডিএফ সাজেশন 2023

জীবন বিজ্ঞান মাধ্যমিক ফ্রি পিডিএফ সাজেশন 2023

মাধ্যমিক অল ইন ওয়ান সাজেশন ফ্রি পিডিএফ 2023.

টার্গেট মাধ্যমিক সাজেশন 2023

মাধ্যমিক এডমিট কার্ড 2023

মাধ্যমিক ব্লগার 

ব্লগার for মাধ্যমিক পরীক্ষা 

মাধ্যমিক ব্লগস্পট 


২০২৩ সালের সকল মাধ্যমিক পরীক্ষার্থীর শুভকামনাই youfestive.com

1 Comments

Previous Post Next Post