সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে দূর্গা পূজার থিমের পর এবারে কালীপুজোর কোথাও কোনো খামতি দেখা যাচ্ছে না। আর জী কর ঘটনার পর মানুষের বেদনা ও আন্দোলন এর বহর থাকলেও এবারে দুর্গাপূজায় উৎসাহ ও উদ্দীপনার কোনো কমতি ছিল না। তাই উমার কৈলাস যাত্রার মধ্যে দিয়েই শুরু হয়ে গেলো শ্যামার আড়ম্বর পূর্ণ আগমনের বার্তা। কলকাতা তথা পশ্চিমবঙ্গ তথা বঙ্গের অন্যান্য জেলার মতোই উত্তরবঙ্গের শ্যামপুজো জৌলুস, উৎসাহ, উদ্দীপনা ও আড়ম্বরে ভরে ওঠে। উত্তরবঙ্গের বিভিন্ন শ্যামা পূজার ঝলক নিচে দেয়া হল।
জলপাইগুড়ি :
মালবাজার বাঘাযতীন স্পোর্টিং ক্লাব :
এ বছর ৬৩ বছরে পড়েছে। এই বছর উদ্যোক্তা দের থিম গ্রাম বাংলার আলপনা। পরিবেশ বান্ধব রং তুলি দিয়ে প্যান্ডেল এর উপর আলপনা এঁকে সাজানো হচ্ছে।
মায়ের কৃপা : উত্তবঙ্গে পূজোর জনশ্রুতি
স্পোর্টিং ইউনিয়ন ক্লাব, মালবাজার :
৪৮ বছরের এবারের পূজোর থিম "বারো মাসে তেরো পার্বন "। এই থিমের উপর মণ্ডপ সাজিয়ে তোলা হচ্ছে। জীবন্ত পুতুল ও মাটির মডেল দিয়ে বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য কে ফুটিয়ে তোলা হচ্ছে।
জলপাইগুড়ি দেশবন্ধু নগর প্রতাপ সঙ্ঘ :
রাজস্থান এর মন্দিরের আদলে তৈরি কাল্পনিক মণ্ডপ।
মালবাজার সৎকার সমিতি, ৫ নং ওয়ার্ড রেলওয়ে ময়দান :
৫৫ বর্ষের এই শ্যামা পুজোয় মানুষের প্রত্যাশা গগনচুম্বী। তাই এবারের আকর্ষণ "এক টুকরো থাইল্যান্ড "। মণ্ডপের উচ্চতা ১৩৮ ফুট। থাইল্যান্ড এর রাজধানী ব্যাংকক এর "ওয়াট অরুন " মন্দিরের আদলে তৈরি হবে এবারের সৎকার সমিতি মালবাজারের মণ্ডপ যার বাজেট ২০ লক্ষ টাকা।
আরও পড়ুন : বিসর্জনের দিনই প্রতিমা তৈরি ও তার পুজো।
মায়ের আশীর্বাদ, ইনডং ব্রিজ মেটেলি ব্লক :
এবারের আকর্ষণ চন্দ্রাযান থ্রি এর আদলে মণ্ডপ।
জলপাইগুড়ি নবারুণ সংঘ :
এবারের থিম পুরীর জগন্নাথ মন্দির। পটচিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হবে মণ্ডপ, বাজেট ৫০ লক্ষ টাকা।
দাদাভাই ক্লাব :
চীনের বুদ্ধ মন্দিরের আদলে মণ্ডপ তৈরি করা হবে। পূজোর বাজেট ৪০ লক্ষ টাকা। জলপাইগুড়ি জেলার ৪ নং গুমটি সংলগ্ন এই ক্লাবের এবারের মণ্ডপের উচ্চতা ৭৫ ফুট। এই ক্লাব এর ৩০০ এর অধিক সদস্য যুক্ত আছেন।
জলপাইগুড়ি যুব ঐক্য, স্টেশন রোড :
কর্ণাটক এর স্বর্ণমায়া মন্দিরের আদলে মণ্ডপ তৈরি হচ্ছে। এবারে যুব ঐক্য ক্লাব এর বাজেট ৫০ লক্ষ টাকা।
ধূপগুড়ি এস টি এস ক্লাব :
প্রতি বছর এস টি এস ক্লাব এর পুজো উত্তরবঙ্গের উজ্জ্বল নক্ষত্রের নিদর্শন রেখে দেয়। এ বছরের উদ্যোগ এর অন্যথা হবে না। এ বছরের পূজোর থিম মায়ানমার এর কোনো এক মন্দিরের আদলে তৈরি মণ্ডপ যার খরচ পড়বে ৫০ লক্ষ টাকা।
জলপাইগুড়ি দেশবন্ধু নগর চ্যালেঞ্জ ক্লাব :
এবারের ভাবনা অক্ষর ধাম মন্দির
হাসপাতাল পাড়া শিবাজী সংঘ, মাইনাগুড়ি :
এ বছরের সুবর্ণ জয়ন্তী বর্ষে শিবাজী সংঘের পূজোর থিম "দৃষ্টিকোণ"। মণ্ডপের ভিতর বিভিন্ন মডেল ও আলোর কারসাজি থাকবে। চট, ফাইবার, প্লাস্টার অফ প্যারিশ ইত্যাদি দিয়ে এবারের মণ্ডপ তৈরি হচ্ছে।
মাইনাগুড়ি যুব সংঘ :
৪০ বছরের পুজোয় এবারের থিম "বিশ্ব উষ্ণয়ন "। পুজোয় সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ লক্ষ করা যায়।
বিবেকানন্দ আথেলেটিক ক্লাব, মাইনাগুড়ি :
এবারের ভাবনা "মাটির ঘরে মা ", প্লাস্টিক, থার্মোকল ইত্যাদির কু প্রভাব এর সচেতনতা বাড়াতে মাটির মণ্ডপ। এই পুজো এবার ৬৩ বর্ষে পড়ল। মাটির জিনিসের পাশাপাশি তালপাতার ও বাঁশের কাজ ও রাখা থাকছে।
মাইনাগুড়ি ইস্ট্যার্ন ইয়ং আসোসিয়েশন :
৩৫ বছরের এবারের কালীপুজোর বিশেষ আকর্ষণ "জোতির্ময়ী "। অন্ধকার থেকে আলোর ঠিকানা।
ওদলাবাড়ি সুভাষপল্লি শ্যামা পূজা :
৪৭ তম বর্ষে এবারে সুভাষপল্লি শ্যামা পূজা কমিটির থিম "শান্তি ও সৌভাতৃতো", পূজোর বাজেট ৩০ লক্ষ টাকা।