Autumn Cherry Blossom Festival 2024 : পাহাড়ি প্রদেশে চেরি ব্লসম এর আকর্ষণ @YouFestive

নভেম্বর এর শুরুতেই পাহাড়ি পথ বেয়ে গোলাপি, সাদা চেরি ব্লসম ফুটেছে দক্ষিণ সিকিমে। পাহাড়ি পথ চলতে চলতে এই ফুল পর্যটক দের স্বাগত জানাবে সারম্বরে। তাই সিকিম ও মেঘালয় সরকার এই বিষয় টি গুরুত্ব দিয়ে চেরি ব্লসম ফেস্টিভ্যাল এর ডাক দিয়েছে। 

পাহাড়ি প্রদেশে চেরি ব্লসম এর আকর্ষণ :
Cherry Blossom Festival 2024@YouFestive
AI Generated Picture

শিলং মেঘালয়ে চেরি ব্লসম উৎসব:

আসামের পড়শি রাজ্য মেঘালয়ে আগামী ১৫ ও ১৬ ই নভেম্বর ২০২৪ Bhoirymbong’s Madan Kurkalang Stadium, RI Bhoi district, এই Autumn Cherry Blossoms Festival শুরু হবে। এটি এই প্রদেশের বার্ষিক উৎসব। ২০১৬ সাল থেকে অনুষ্ঠিত হওয়া এই উৎসব দেশ বিদেশে সমাদৃত। আমেরিকান গায়ক একন ও অন্যান্য দেশি, বিদেশি ও বলেউড গায়ক ও চিত্র কলা শিল্পীর উপস্থিতিতে এই উৎসব আনন্দে মুখরিত হবে। প্রতিদিন ৬০, ০০০ এর বেশি দর্শক ও পর্যটক নাচ, গান, সংস্কৃতিক চৰ্চা, খাওয়া দাওয়ার মাধমে এই অনুষ্ঠান কে উপভোগ করতে পারবে। এই উৎসবের টিকিট 2,399 টাকা থেকে শুরু হচ্ছে, , পাওয়া যাচ্ছে in.bookmyshow.com অথবা RockskiTickets.কমেন্ট ওয়েবসাইট থেকে। 


জাপান ও চেরি ব্লসম:

চেরি ব্লসম ফুলের নাম শুনলেই ফুটে ওঠে জাপানের কথা। জাপানের সংস্কৃতি, ঐতিহ্য ও হস্তশিল্পের সাথে জড়িয়ে আছে এই চেরি ব্লসম। ২০২৩ সাল থেকে জাপান ও মেঘালয় এই চেরি ব্লসম উৎসব যৌথ ভাবে পালিত করছে। 


সিকিমে চেরি ব্লসম উৎসব:

বাংলার পড়শি রাজ্য সিকিম, তথা দক্ষিণ সিকিমে চেরি ব্লসমের সৌন্দর্য সবথেকে বেশি উপভোগ করা যায় টেমি চা বাগান থেকে। বাগানের দুইপাশে সারিবদ্ধ চা গাছ, যার রাস্তার ধার বরাবর ফুটে থাকে এই ফুল। কাঞ্চনজঙ্ঘা এই দৃশ্যর সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে। নভেম্বর মাসে এই অনুষ্ঠান ৩ দিন ধরে চলবে। এসোসিয়েশন ফর কনসার্ভেশন এন্ড টুরিজম, সিকিম গত ২০১৭ সাল থেকে Autumn Cherry Bloosom Festival এর আয়োজন করে আসছে। এ বছরও তার অন্যথা হবে না। চেরি ব্লসম দেখতে দেশ বিদেশ থেকে প্রচুর পর্যটক আসেন এই সময় অর্থাৎ নভেম্বর ও ডিসেম্বর মাসে। সরকারি প্রচার প্রসার আরও বাড়িয়ে তোলা হচ্ছে যাতে বেশি করে ভ্ৰমনপিপাসু মানুষ নির্দিষ্ট স্থানে আসেন। তাই দক্ষিণ সিকিমের পথের ধারে ফুটে থাকা চেরি ব্লসম প্রচারের আলোয় চলে এসেছে। মূলত রাবাংলা ও টেমি বাগান দেখতে গিয়ে মনে হবে চারপাশ প্রকৃতি যেন সাজিয়ে দিয়েছে। এই সময় ফুলগুলো ছবির মত সুন্দর হয়ে ওঠে দক্ষিণ সিকিমে। 


উপসংহার :

প্রকৃতির খোঁজ ও তাঁর সৌন্দর্য উপভোগ করতে আমরা দেশ বিদেশ ঘুরে বেড়াই। কখনো পাহাড়, কখনো জঙ্গল, কখনো সমুদ্র। বিভিন্ন ঋতু অনুযায়ী প্রকৃতি তাঁর গাছ পালার রূপ পরিবর্তন করে, তাইতো কখনো রোডেন্ডেরণ দেখতে দার্জিলিং বা চেরি ব্লসম দেখতে মেঘালয় বা সিকিম ছুটে যায়, যার উৎসব আমাদের মনোবাসনার আলাদা মাত্ৰা এনে দেয়। 


Post a Comment

Previous Post Next Post