Chandannagar Jagadhatri Puja 2024 : চন্দননগরে থিম পূজোর ধুম

নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র অষ্টদশ শতাব্দী তে বাংলায় জগদ্ধাত্রী পূজা শুরু করলেও, তাঁর অনুপ্রেরণায় তাঁর বন্ধু ইন্দ্রনারায়ণ চোধুরী চন্দননগরে এই পূজার প্রচলন করেন। এই চন্দননগরে এখন আড়ম্বরপূর্ণ পুজো বহু বছর থেকে হয়ে আসছে। 

চন্দননগরে বিভিন্ন বারোয়ারি পূজোর লিস্ট ১/২:

বালক সঙ্ঘ : অভিনব কাল্পনিক মণ্ডপ বৃহন্যলা, ৪৫ বছরে পদার্পন করল এই পুজো।

তেতুলতলা গৌরহাটি : এবারে ২৩২ বছরেরর পুজো 

তেমাথা ছুতোর পাড়া, চন্দন নগর ঐতিহাসিক গেট বা বারাসাত গেট : এবারের থিম "মাটির রূপকথা"।

আদিমা :

আদিঠাকুর : 

Chandan Nagar Jagadhatri Puja 2024


বড়বাজার সার্বজনীন : অসাধারণ আলোকসজ্জা ও পটোচিত্রের দ্বারা সাজ্জিত মণ্ডপ।

উর্দিবাজার : ৮ হাজার বিভিন্ন গাছ সজ্জিত মণ্ডপ। 

বাগবাজার সার্বজনীন জগদ্ধাত্রী পূজা

লাপুকুর সার্বজনীন

পালপাড়া জগদ্ধাত্রী পূজা

বারাসাত গেট জগদ্ধাত্রী পূজা

বারাসাত দক্ষিণ জগদ্ধাত্রী পূজা

গন্ধল্পদা সাতঘাট জগদ্ধাত্রী পূজা

ছাড় মন্দিরতলা জগদ্ধাত্রী পূজা

বেসোহাটা সার্বজনীন জগদ্ধাত্রী পূজা : ৭৫ তম বর্ষ, 

হাটখোলা মনসাতলা জগদ্ধাত্রী পূজা

ননাতলা সার্বজনীন জগদ্ধাত্রী পূজা

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা লাইভ :

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা মানেই আলাদা আকর্ষণ। প্রতিবছর সেই শোভাযাত্রা দেখতে প্রচুর মানুষের সমাগম হয় সেখানে। কিন্তু সবার পক্ষে তো আর যাওয়া সম্ভব নয়। সেই কারণেই শোভাযাত্রা লাইভ দেখাবার ব্যবস্থাপনা। যাতে সারা বিশ্বের মানুষ জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রার জমকালো আয়োজনের সাক্ষী হতে পারে। শোভাযাত্রার লাইভ সম্প্রচার জগদ্ধাত্রী পুজোর কেন্দ্রীয় কমিটির ফেসবুক পেজে সরাসরি এই সম্প্রচার হবে (https://www.facebook.com/ChandannagarCentral1956)।

আরও পড়ুন : অনেক বড় বাজেটের (৬৫০ কোটি টাকার ) ছবি আসতে চলেছে "রামায়ণ"।

চন্দননগরে এবছর ১৭৭টি জগদ্ধাত্রী পুজো কেন্দ্রীয় কমিটির নিয়ন্ত্রণে রয়েছে। এর মধ্যে ১৩৩টি পুজো চন্দননগরের এবং ৪৪টি ভদ্রেশ্বরের। আগামী শুক্রবার অর্থাৎ ৮ নভেম্বর সপ্তমীর পুজো শুরু হয়ে যাবে। অষ্টমী শনিবার ৯, মহানবমী ১০ তারিখ। মূলত মহানবমীর দিনেই আড়ম্বর বেশি হয়। এবার মোট ৬৯টি পুজো কমিটি শোভাযাত্রায় অংশ নেবে। লরির সংখ্যা ২৪৫। শোভাযাত্রা শুরু হবে আগামী ১১ নভেম্বরের সন্ধ্যা থেকে, আর তা চলবে ১২ নভেম্বরের ভোরবেলা পর্যন্ত।

চন্দননগরে বিভিন্ন বারোয়ারি পূজোর লিস্ট ২/২:

হাটখোলা মনসাতলা জগদ্ধাত্রী

নুতন পাড়া সার্বজনীন জগদ্ধাত্রী পূজা : এবারের থিম মাটির মা। এবারে ৫০ তম বর্ষ।

কানাইলাল পল্লী জগদ্ধাত্রী পূজা : ৫১ তম বর্ষে এবারের মণ্ডপের ভাবনা, "উপেন ", রবীন্দ্রনাথ ঠাকুর এর গল্পের চরিত্র উপেন।

মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব জগদ্ধাত্রী পূজা : ৫৮ তম বর্ষে এবারের থিম ত্রিমূর্তি।

নিয়োগী বাগান জগদ্ধাত্রী পূজা

মানকুণ্ডু সার্কাস মাঠ জগদ্ধাত্রী পূজা : এবছরের ভাবনা "বাঙলিয়ানা"।

তেমাথা জগদ্ধাত্রী পূজা

তামাতার শিব মন্দির রানী মা

Post a Comment

Previous Post Next Post